ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

আগরতলা

তিন দফা দাবিতে আগরতলায় নারী সমিতির মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, মার্চ ৯, ২০২২
তিন দফা দাবিতে আগরতলায় নারী সমিতির মিছিল

আগরতলা (ত্রিপুরা): তিন দফা দাবিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলায় মিছিল করেছে বামফ্রন্ট সমর্থিত সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।

বুধবার (০৯ মার্চ) রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী ঝর্ণি দাশ বৈদ্য, রমা দাস কৃষ্ণ রক্ষিতসহ অন্যান্য নেত্রীরা।

এ সময় তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- শিক্ষা এবং কাজে সমান গুরুত্ব দেওয়া, দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষা এবং সবার সমান অধিকার রক্ষায় উপযুক্ত পদক্ষেপ নেওয়া।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।