ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ

আগরতলা (ত্রিপুরা): ভারতের সংসদে পাস হওয়া নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল করেছে সিপিআই-এমএল দল।

মঙ্গলবার (৩০ মার্চ) ত্রিপুরার রাজধানী আগরতলার সিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

তাদের দাবি গুলো হলো- ভারতের সংসদে পাস হওয়া নতুন কৃষি আইন বাতিল করা, শ্রম কোড বাতিল, দ্রব্যমূল্য বাড়া রোধ, বেকার যুবক-তরুণীদের কর্মসংস্থান করা এবং আউটসোর্সিং বন্ধ করা, সরকারি দপ্তরগুলোতে কর্মচারী নিয়োগ করা।

বিক্ষোভ মিছিল শেষে সিপিআই-এমএল দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার রাজ্যবাসীর কাছে আহ্বান জানান, এডিসি নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।