ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

আগরতলা

পশ্চিম আগরতলা থানার সামনে কংগ্রেসের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, আগস্ট ২৭, ২০২০
পশ্চিম আগরতলা থানার সামনে কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা প্রদেশে নেতাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে পশ্চিম আগরতলা থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে কংগ্রেস নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে একটি ডেপুটেশন দেওয়া হয়।

রাজধানীর পশ্চিম আগরতলা থানার মাধ্যমে ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে এ ডেপুটেশন দেওয়া হয়।

ডেপুটেশনে নেতারা কংগ্রেস ত্রিপুরা প্রদেশের নেতাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা, যেসব ঘটনায় রাজ্যের কংগ্রেস নেতারা দুষ্কৃতিদের আক্রমণের স্বীকার হয়েছেন সেই ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় কর্মসূচিতে ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য প্রশান্ত সেন চৌধুরী, ত্রিপুরা প্রদেশ যুবক কংগ্রেস কমিটির সাবেক সভাপতি সুশান্ত চক্রবর্তী, এনএসইউআইয়ের সহ-সভাপতি সম্রাট রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন ডেপুটেশন দেওয়ার পাশাপাশি কংগ্রেস ও তাদের শাখা সংগঠনের সদস্যরা পশ্চিম আগরতলা থানার সামনে বিক্ষোভ  করেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।