bangla news

জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-২৯ ৫:০০:৫৫ পিএম
জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা (ত্রিপুরা): দেশব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিরোধী দল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা। বিক্ষোভ কর্মসূচি থেকে জ্বালানি তেলের মূল্য কমাতে রাষ্ট্রপতি বরাবর চিঠিও পাঠানো হয়। 

বিক্ষোভের অংশ হিসেবে সোমবার (২৯ জুন) দুপুরে আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। 

নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশের কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। দলের শাখা সংগঠনের সদস্যরাও এতে শামিল হন। 

পীযূষ কান্তি বিশ্বাস বলেন, বিশ্বজুড়ে যেখানে অপরিশোধিত তেলের দাম বর্তমানে প্রায় শূন্যে এসে নেমেছে, সেখানে ভারত সরকার জ্বালানি তেলের দাম কমানোর পরিবর্তে প্রায় প্রতিদিনই কিছু না কিছু করে বৃদ্ধি করছে। অবিলম্বে সরকার যেন জ্বালানি তেলের দাম কমায়। 

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এসসিএন/এইচজে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-29 17:00:55