ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

আখাউড়া দিয়ে ত্রিপুরা ফিরবেন আরো ২৮০ ভারতীয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, জুন ১৬, ২০২০
আখাউড়া দিয়ে ত্রিপুরা ফিরবেন আরো ২৮০ ভারতীয়

আগরতলা (ত্রিপুরা): লকডাউনে বাংলাদেশে আটকে থাকা আরো ২৮০ জন ভারতীয় ১৮ ও ১৯ জুন  আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করবেন। 

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় আগরতলার মহাকরণে এক সংবাদ সম্মেলনে একথা জানান ত্রিপুরা রাজ্যের আইন দফতরের মন্ত্রী রতন লাল নাথ।

তিনি বলেন, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ইতোমধ্যে বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের মধ্যে ২২৭ জনের নামের তালিকা পাঠানো হয়েছে এবং বাকি ৫৩ জনের নামের তালিকা যাচাই করে পাঠানো হবে।

তারা ত্রিপুরায় এলে সরকারি নিয়ম অনুসারে তাদের পরীক্ষা করা হবে।

পাশাপাশি মন্ত্রী এদিন আরো জানান, করোনা রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে বর্তমানে মোট ১২টি ভেন্টিলেটর রয়েছে। এর মধ্যে ৯টি রয়েছে আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতালে, ২টি আগরতলার আইজিএম হাসপাতালে এবং ১টি রয়েছে উত্তর জেলা হাসপাতালে।  

সরকার আরো ৩৭টি নতুন ভেন্টিলেটর ত্রিপুরা রাজ্যের জন্য অনুমোদন দিয়েছে। এগুলি কিছুদিনের মধ্যে ত্রিপুরায় এসে পৌঁছাবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী আরো জানান, এদিন রাজ্যের মোট ১ হাজার জন লোকের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে সবার নমুনা নেগেটিভ এসেছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।