bangla news

ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-০৯ ৫:৪৮:৩৪ এএম
...

...

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। শুক্রবার (৮ মে) রাতে এ তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

তার তুলে ধরা তথ্যে দেখা যায়, এদিন সবচেয়ে বেশি ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৯ জনেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান এবং একজন ট্রাকচালক। এর আগে বিএসএফের ৮৬ নম্বর ব্যাটালিয়নের ২৫ জওয়ান, ১৩৮ নম্বর ব্যাটালিয়নের ২৪ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া বিএসএফের বাইরে আরও ৩৭ জন আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তে সংখ্যা ১১৬ জন। 

শুক্রবার আক্রান্ত ৩০ জন ছাড়া বাকি সবাই আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের পাশাপাশি শহীদ ভগৎ সিং আবাসকে সাময়িকভাবে করোনা কেয়ার সেন্টার হিসেবে ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, মে ০৯, ২০২০
এসসিএন/ওএইচ/

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-09 05:48:34