ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

লকডাউনের মধ্যে খাবার পৌঁছে যাচ্ছে দরিদ্র মানুষের ঘরে ঘরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
লকডাউনের মধ্যে খাবার পৌঁছে যাচ্ছে দরিদ্র মানুষের ঘরে ঘরে

আগরতলা (ত্রিপুরা): করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারত জুড়ে চলছে লকডাউন। তাই ত্রিপুরা রাজ্যে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এ দুর্যোগপূর্ণ সময়ে এসব পরিবারের সদস্যদের হাতে সরকারের পাশাপাশি খাবার পৌঁছে দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

আগরতলার সামাজিক সংস্থা ফুড ফর অলের সদস্য অনুমিতা পাল বৃহস্পতিবার (০২ এপ্রিল) বাংলানিউজকে জানান, লকডাউনের পর থেকে প্রতিদিন দুপুরে তারা রান্না করা খাবার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় যাচ্ছেন ও খাবার পরিবেশন করছেন। মূলত তারা খিচুড়ি পরিবেশন করছেন।

সেই সঙ্গে ছোট ছোট ছেলে-মেয়েদের হাতে বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হচ্ছে। বিশেষ করে শহরের বস্তি এলাকাগুলোতে গিয়ে তারা এসব খাবার সরবরাহ করছেন।

এদিকে আগরতলা রুটি ব্যাংকের পক্ষ থেকে ফুটপাতে বসবাস করা মানুষের মধ্যে প্রতিদিন রাতে খাবার বিলি করা হচ্ছে।

রুটি ব্যাংকের সভানেত্রী রুপা রায় দাস বাংলানিউজকে জানান, তারা ভিন্ন ভিন্ন দিন ভিন্ন ভিন্ন এলাকায় গিয়ে খাবার তুলে দিচ্ছেন।

লকডাউনের ফলে খাদ্য সংকটে পড়েছে রাস্তার কুকুর, বেড়ালও। অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা পড়েছে তীব্র খাদ্য সংকটে। তাদের কথা চিন্তা করে এগিয়ে এসেছে পশাম নামের একটি সংস্থা।

সংস্থাটির সম্পাদক ঋকবেদ দত্ত বাংলানিউজকে জানান, রাস্তার কুকুর, বেড়ালদের স্বাস্থ্যের কথা চিন্তা করে সারা বছর সপ্তাহে দুই থেকে তিন দিন করে আমিষ খাবার সরবরাহ করা হতো। কিন্তু লকডাউন হওয়ার পর রাস্তার এসব কুকুর, বেড়াল কঠিন সমস্যার মধ্যে পড়েছে। তাদের কথা চিন্তা করে এই সময় দিনে দুবেলা করে খাবার সরবরাহ করা হচ্ছে।

লকডাউনের কথা চিন্তা করে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।