ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলায় আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলায় আলোচনা সভা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলায় আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

রোববার (০৮ মার্চ) দিবসটি উপলক্ষে রাজ্যের রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত হয় এক আলোচনা সভা।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী সান্তনা চাকমা, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ, সমাজসেবী পাপিয়া দত্ত, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের বিশেষ সচিব দীপা ডি নায়ার, দফতরের অধিকর্তা ঘুঞ্চা সানোবার প্রমুখ।

একইসঙ্গে দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ, স্লোগান লেখা প্রতিযোগিতা, আলোচনা  প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এসসিএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।