ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

আগরতলা

ঘন কুয়াশার চাদরে মুড়িয়ে ত্রিপুরাজুড়ে পড়ছে শীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৬, ডিসেম্বর ২, ২০১৯
ঘন কুয়াশার চাদরে মুড়িয়ে ত্রিপুরাজুড়ে পড়ছে শীত ঘন কুয়াশার ঢাকা পড়েছে চারিদিক। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ঘন কুয়াশার চাদরে মুড়িয়ে ত্রিপুরা রাজ্যজুড়ে পড়ছে শীত। ইতোমধ্যে উত্তরে কনকনে হিমেল হাওয়ায় ঠাণ্ডা আমেজটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সকাল-বিকেল ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে আগরতলা শহর রাজ্যের বেশিরভাগ এলাকাগুলো।

বেলা বাড়ার সঙ্গেও অন্ধকার হয়ে থাকে শহরের রাস্তাঘাটগুলো। তাই তো যানগুলোকে দিনের বেলাতেও আলো জ্বালিয়ে চলাফেরা করতে হচ্ছে।

এ কারণে রাস্তায় চলাচলকারী ও খেটেখাওয়া মানুষরা পড়েছেন বিপাকে। ঠাণ্ডা তাড়াতে ভোরবেলায় কাঁথা শরীরে মুড়িয়ে নিতে বাধ্য হচ্ছে রাজ্যে বসবাসরতদের। ডিসেম্বরের প্রথম দিন থেকে এখানে ঘন কুয়াশা পড়ছে। ঘন কুয়াশার ঢাকা পড়েছে চারিদিক।  ছবি: বাংলানিউজরোববার (১ ডিসেম্বর) রাজ্যের অধিদফতরের দেওয়া তথ্য অনুসারে আগরতলায় তাপমাত্রার ন্যূনতম পারদ ১২ ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে ঘোরাফেরা করছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেন্টিগ্রেডে ওঠানামা করছে। আগামীদিনগুলোতে শীতের প্রকোপ আরও বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে প্রতিবছর অনেক সামাজিক সংস্থা শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসে এবং শীতবস্ত্র বিতরণ করে। যদিও এবার এখনো কোনো সংস্থাকে এগিয়ে আসতে দেখা যায়নি। সবে শীত নেমেছে আগামীদিনে হয়তো সামাজিক সংস্থাগুলো সাধারণ শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসবে।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।