ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় বেকারদের মধ্যে গরু বিতরণ মুখ্যমন্ত্রীর  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
ত্রিপুরায় বেকারদের মধ্যে গরু বিতরণ মুখ্যমন্ত্রীর  

আগরতলা (ত্রিপুরা): মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই রাজ্যে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও একে ঘিরে কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দেন বিপ্লব কুমার দেব। এর অংশ হিসেবে সে সময় বেকারদের মাঝে গরু বিতরণেরও প্রতিশ্রুতি দেন তিনি। সেই ধারাবাহিকতায় প্রথম দফায় ৫০ জনের মধ্যে উন্নত প্রজাতির দুধেল গরু বিতরণ করেছেন মুখ্যমন্ত্রী।  

মঙ্গলবার (১ অক্টোবর) রাজ্যের রাজধানী আগরতলাসংলগ্ন হাপানিয়ায় আয়োজিত ডেইরি উন্নয়ন মেলা- ২০১৯ উপলক্ষে এসব গরু বিতরণ করা হয়।  

একে ঘিরে মেলা প্রাঙ্গনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরা দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়।

আমাদের দুধের ঘাটতি রয়েছে। প্রতি বছর দুধ ও দুগ্ধজাত সামগ্রী আমদানির জন্য রাজ্যের ১১শ' কোটি রুপি খরচ হয়। মানুষ উদ্যোগী হলে এ অর্থ রাজ্যেই থাকবে,  এবং সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।  

‘জরিপে দেখা যাচ্ছে যে, সরকার দুগ্ধখাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে উদ্যোগ গ্রহণের পরিকল্পনা হাতে নেওয়ার পর অনেক লোকজন নিজেরাই উদ্যোগী হয়ে গো-পালন শুরু করেছেন। এর ফলে ২০১৭-১৮ সালে রাজ্যে যেখানে দুধের উৎপাদন ছিল ১ লাখ ৭৪ হাজার ৬০৭ মেট্রিকটন তা ২০১৮-১৯ সালে এখন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫২০ মেট্রিকটনে। ’

রাজ্যের উন্নয়নে বর্তমান সরকারের লক্ষ্য নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে মডেল রাজ্য তৈরি করা। সরকার এ লক্ষ্যেই কাজ করছে। যাদের গরু দেওয়া হলো তারা এগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছেন কিনা সংশ্লিষ্ট দপ্তর থেকে তা নজরে রাখা হবে। শুধু গরু নয়, পোল্ট্রি খাতে উন্নয়নেও কাজ করছে সরকার।

এদিন গরু বিতরণের পাশাপাশি গরুর পরিচর্যা ও রোগ নির্ণয়ে নজর রাখার জন্য প্রশিক্ষিত ৩৫ জনকে বাইসাইকেল ও দরকারি মেডিক্যাল সরঞ্জামও দেওয়া হয়।  

এদিকে সরকারের তরফে পাওয়া এসব গরু তাদের আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক কৃষ্ণধন দাস, প্রাণীসম্পদ বিকাশ ও ব্যাঙ্কসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এসসিএন/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।