ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

২০২০ সালে বাংলাদেশ-ত্রিপুরার মধ্যে ট্রেন চলবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
২০২০ সালে বাংলাদেশ-ত্রিপুরার মধ্যে ট্রেন চলবে আর কে শর্মা

আগরতলা (ত্রিপুরা): ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার রাজধানী আগরতলার রেল যোগাযোগ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনার ফর রেলওয়ে সেফটির (সিআরএস) কলকাতা শাখার কর্মকর্তা আর কে শর্মা।

বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সাব্রুমে নবনির্মিত রেলপথ পরিদর্শন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শন শেষে আর কে শর্মা বলেন, আগরতলা-আখাউড়া আন্তর্জাতিক রেলপথ নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে।

২০২০ সালের ডিসেম্বরের মধ্যে এই রুটে ট্রেন চলবে। বাংলাদেশ ও ভারত উভয় দিকেই রেলপথ নির্মাণের কাজ সমানতালে এগিয়ে চলছে।

এর আগে আগরতলার বিলোনিয়া থেকে সাব্রুম পর্যন্ত নবনির্মিত ৩৯ কিলোমিটার রেলপথ পরিদর্শন সম্পর্কে তিনি বলেন, রেলপথ নির্মাণ সঠিকভাবে হয়েছে। কোনো ত্রুটি ধরা পড়েনি। এটি এখন সেবা দেওয়ার জন্য উপযুক্ত। তবে এখনো কিছু কাজ বাকি আছে। এগুলো শেষ হলেই রেল চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।