bangla news

ত্রিপুরায় একদিনে রক্তদানে রেকর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৩ ১০:১৮:১০ পিএম
স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন কমিটির সদস্যরা, ছবি: বাংলানিউজ

স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন কমিটির সদস্যরা, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে স্বেচ্ছায় রক্তদানে নতুন ইতিহাস সৃষ্টি করলো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিপাহীজলা জেলা কমিটি।

বৃহস্পতিবার (১৩ জুন) জেলার ধনপুর মোটর স্ট্যান্ডে আয়োজিত শিবিরে কমিটির ৩০৩জন স্বেচ্ছায় রক্তদান করে ইতিহাস সৃষ্টি করেন। 

এসময় রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সংসদ সদস্য প্রতিমা ভৌমিক, সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি রতন দাস, সোনামুড়ার মহকুমা শাসক সুব্রত দাস প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিমা ভৌমিককে সম্মাননা জানানো হয়। এসময় তিনি শিবিরে উপস্থিত রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

আগরতলার জিবি এবং উদয়পুরের ত্রিপুরা সুন্দরী হাসপাতলের কর্মীরা এ রক্ত সংগ্রহ করেন। একইসঙ্গে একদিনে ৩০৩ জনের স্বেচ্ছায় রক্তদান ত্রিপুরার ইতিহাসে রেকর্ড।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এসসিএন/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আগরতলা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-06-13 22:18:10