ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় যুব কংগ্রেসের ২ দিনব্যাপী গণঅবস্থান চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুন ১০, ২০১৯
আগরতলায় যুব কংগ্রেসের ২ দিনব্যাপী গণঅবস্থান চলছে গণঅবস্থানে যুব কংগ্রেসের নেতারা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপির গুণ্ডাবাহিনী দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, কংগ্রেস কর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা, কার্যালয় দখল, জ্বালাও-পোড়াও করা হচ্ছে। এ সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দলটি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উদাসী মনোভাবের প্রতিবাদে প্রদেশ যুব কংগ্রেস ও ছাত্র সংগঠন এনএসইউআই’র দুই দিনব্যাপী গণঅবস্থান চলছে রাজ্যের রাজধানী আগরতলায়।

রোববার (৯ জুন) বিকেল থেকে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় শুরু হওয়া গণঅবস্থান চলবে সোমবার (১০ জুন) বিকেল পর্যন্ত।

এতে অংশ নিয়েছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, নারীনেত্রী নিবেদিতা রায়, এনএসইউআই’র সহ-সভাপতি সম্রাট রায়সহ অসংখ্য কর্মী-সমর্থকরা।

সুশান্ত চক্রবর্তী বলেন, দুই দিনের এই গণঅবস্থান থেকে রাজ্য সরকারকে চরম বার্তা দিতে চাই যে, অবিলম্বে কংগ্রেস কর্মীদের হয়রানি বন্ধ না হলে ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এসসিএন/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।