ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন দীপা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ২৮, ২০১৯
মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন দীপা

আগরতলা (ত্রিপুরা): নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দীপা কর্মকার ও তার কোচ বিশ্বেশ্বর নন্দী।

আগামী বৃহস্পতিবার (৩০ মে) নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের মতো ভারত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

 

এখন তাই চূড়ান্ত তৎপরতা চলছে ভারতের রাজধানী দিল্লীতে। এ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও খ্যাতনামা ব্যক্তিত্বরা।  

নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথগ্রহণ অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন ভারতের একমাত্র নারী অলিম্পিয়াড জিমন্যাস্ট তথা ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মাননা অর্জুন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় দীপা কর্মকার এবং দ্রোনাচার্য সম্মাননাপ্রাপ্ত দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী।  

মঙ্গলবার (২৮ মে) আমন্ত্রণ পাওয়ার কথা জানালেন বিশ্বেশ্বর নন্দী নিজে। তারা এ অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ২৮, ২০১৯
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।