bangla news

ফণীর প্রভাবে ত্রিপুরায় প্রবল বৃষ্টিপাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-০৩ ৪:০৫:৫২ পিএম
ত্রিপুরায় চলছে মুষলধারে বৃষ্টি। ছবি: বাংলানিউজ

ত্রিপুরায় চলছে মুষলধারে বৃষ্টি। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ঘূর্ণিঝড় ফণী ত্রিপুরায় আঘাত না করলেও এর জেরে আগরতলাসহ গোটা রাজ্যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার (০৩ মে) দুপুর থেকে শুরু হয়ে দফায় দফায় বৃষ্টি নেমেছে। গ্রীষ্মের দাবদাহে এ বৃষ্টি খানিকটা স্বস্তি এনেছে মানুষের মধ্যে।

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টির কারণে ত্রিপুরায় তাপমাত্রার পারদ কিছুটা নিম্নগামী। দু’দিন আগে যেখানে তাপমাত্রা ছিলো ৩৭ থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াস, শুক্রবার তা ৩৪ ডিগ্রী সেলসিয়াসে নেমে এসেছে।

শুক্রবার ত্রিপুরায় ৪৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ ধারা আগামী রোববার (০৪ মে) পর্যন্ত চলতে পারে।

সদর মহকুমার (উপজেলার) শাসক নান্টু রঞ্জন দাস বাংলানিউজকে বলেন, টেলিভিশন ও পত্র-পত্রিকায় খবর দেখে অনেকে না বুঝেই রাজ্যে ফণীর প্রভাব নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। ত্রিপুরায় সরকারি কোনো সতর্কবার্তা নেই।

তবে মহকুমা শাসকের অফিস যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় প্রস্তুত আছে বলেও জানান তিনি।

ঘূর্ণিঝড় ফণীর কারণে রাজ্যের অনেক ফ্লাইট ও ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এসসিএন/একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-03 16:05:52