bangla news

আগরতলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-১৭ ৯:১৬:০৮ পিএম
ঐতিহাসিক মুজিবনগর দিবসে আগরতলার সহকারী হাইকমিশনের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

ঐতিহাসিক মুজিবনগর দিবসে আগরতলার সহকারী হাইকমিশনের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে  ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে দিবসটি উপলক্ষে আগরতলার সহকারী হাইকমিশনের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত শ্যামল চৌধুরী, অধ্যাপক মিহির দেব এবং স্বপন ভট্টাচার্য্য, ত্রিপুরার বিশিষ্ট লেখক ড. আশিষ কুমার বৈদ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও সাংবাদিক অমিত ভৌমিক, অধ্যাপক মো. জাহিদুর রহমান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগরতলার সহকারী হাইকমিশনার কিরিটী চাকমা, প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া, দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা মুজিবনগরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ  এবং বাংলাদেশ গঠনের পেছনের তাৎপর্য তুলে ধরেন। 

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসসিএন/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-04-17 21:16:08