ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার বিধায়ক দিলীপ সরকারের প্রয়াণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, এপ্রিল ১, ২০১৯
ত্রিপুরার বিধায়ক দিলীপ সরকারের প্রয়াণ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক দিলীপ সরকার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

রোববার (৩১ মার্চ) দিনগত রাত স্থানীয় সময় ২টা ৩৭ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন।   

দিলীপ সরকার কয়েকদিন আগে লিভার ও কিডনি সংক্রমণজনিত সমস্যা নিয়ে এআইআইএমএস হাসপাতালে ভর্তি হন।

শনিবার (৩০ মার্চ) থেকে তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন ডাক্তাররা। রোববার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

সোমবার (১ এপ্রিল) দুপুরে ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।  

দিলীপ সরকার প্রথমে কংগ্রেসের বিধায়ক ছিলেন।  ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে তিনি প্রার্থী হন এবং জয়ী হন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।