ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় মাটি চাপায় দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
ত্রিপুরায় মাটি চাপায় দুই শ্রমিকের মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিক, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় মাটি চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিন শ্রমিক।

শুক্রবার (২২ মার্চ) ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মেলাঘর থানার অন্তর্গত নলছড় গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন অমূল্য সরকার (৬৫) ও ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ (৫৭)।

আহত মানিক দাস (৩২), সঞ্জিৎ কুমার দাস (৫২) ও মনোহর নাগ (৭৫)।

জানা যায়, রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার প্রকল্পে টিলার মাটি কাটার কাজ চলছিলেন ১৫৪জন শ্রমিক। এ সময় হঠাৎ করে বড় একটি বাঁশ ঝাড় মাটিসহ ভেঙে পড়ে। এতে পাঁচ শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা মাটি কেটে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে প্রথমে মেলাঘর গ্রামীণ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দু’জনের মৃত ঘোষনা করেন। আহত তিনজনের মধ্যে একজনের চিকিৎসাধীন মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন ও বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মেলাঘর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলুরাম দাস বাংলানিউজকে জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।