ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

লোকসভা নির্বাচন: প্রার্থী ঘোষণা করলো বামফ্রন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
লোকসভা নির্বাচন: প্রার্থী ঘোষণা করলো বামফ্রন্ট সংবাদ সম্মেলনে বামফ্রন্টের নেতারা-ছবি-বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): সপ্তদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে দু’টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট। 

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আগরতলার সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন ত্রিপুরা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর।  

পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে জীতেন্দ্র চৌধুরীকে এবং পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসনের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত।

এরা দু’জনেই বামফ্রন্টের বড় শরিক দল সিপিআই (এম) এর সদস্য এবং বর্তমানে লোকসভার সংসদ সদস্য।  

সংবাদ সম্মেলনে সিপিআই (এম) দলের রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাসসহ অন্যান্য শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।  

বামফ্রন্ট চেয়ারম্যান বিজন ধর বলেন, মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের পাঁচ বছরের শাসনে দেশবাসী চরম ক্ষতির সম্মুখীন। তাই সাধারণ মানুষ তাদের ক্ষমতাচ্যুত করার প্রস্তুতি নিচ্ছে।  

দেশের সংসদে বামফ্রন্টের প্রতিনিধির সংখ্যা বাড়ানোর জন্য ভোটারদের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৯
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।