ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় নিষিদ্ধ কফ সিরাপসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
আগরতলায় নিষিদ্ধ কফ সিরাপসহ আটক ১ উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায় এক কার্টন নিষিদ্ধ কফ সিরাপসহ পার্থ পাল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জিআরপি থানার পুলিশ সুপার (এসপি) পিনাকী সামন্ত ।

তিনি জানান, বুধবার (৬ মার্চ) দিনগত রাতে জিআরপি থানার পুলিশ আগরতলা রেলস্টেশনে রুটিন মাফিক তল্লাশি চালাচ্ছিল।

এ সময় এক কার্টন কফ সিরাপ নিয়ে স্টেশন থেকে বের হচ্ছিলেন পার্থ পাল। পরে তাকে থামিয়ে তল্লাশি করলে কার্টনের ভেতর থেকে ৬০০টি নিষিদ্ধ কফ সিরাপের বোতল পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। সিরাপগুলোর বাজারমূল্য এক লাখ রুপি।

তিনি আরও জানান, আটক পার্থ পাল আগরতলার জয়নগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বর্তমানে তিনি জিআরপি থানায় আছেন। তার সঙ্গে পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।