ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আগরতলা

এক মাসের বিদ্যুৎ বিল ৭২ লাখ রুপি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এক মাসের বিদ্যুৎ বিল ৭২ লাখ রুপি! মিটারের দিকে তাকিয়ে আছেন জ্ঞানেশ শঙ্কর দেব, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় এক মাসের বাড়ির বিদ্যুৎ বিল ৭২ লাখ রুপি দেখে অসুস্থ হয়ে পড়েছেন গৃহকত্রী।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) আগরতলার কৃষ্ণনগরের প্রগতী রোড এলাকার বাসিন্দা জ্ঞানেশ শঙ্কর দেব বাংলানিউজকে এ কথা জানান।

শঙ্কর দেব বলেন, সোমবার চলতি মাসের বিদ্যুৎ বিল ৭২ লাখ ৬৬৫ রুপি পাঠায় রাজ্য বিদ্যুৎ নিগম।

বিল দেখে আমি হতবাক ও আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। পরে বাড়ির অন্যান্য লোকজন তাকে সুস্থ করে তোলেন।

পুরাতন ও নিয়মিত বিদ্যুৎ বিলের কাগজ দেখিয়ে তিনি বলেন, প্রতি মাসে আমার ৫শ’ থেকে ৬শ’ রুপির বিল আসে। প্রতিমাসেই বিল পরিশোধ করেছি। কোনো মাসের বিল বকেয়া নেই। তাহলে, কিভাবে এক মাসে বাড়ির বিদ্যুৎ বিল এত রুপি আসে।

এ বিষয় জানতে চাইলে বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার নির্মল দেবনাথ বাংলানিউজকে বলেন, সম্প্রতি বাড়ি বাড়ি বিদ্যুতের ডিজিটাল মিটার লাগাচ্ছে নিগম। এ মিটার থেকে বিদ্যুৎ খরচের হিসাব অনলাইনে আসে। মিটারে ত্রুটির কারণে বিলে ভুল হয়েছে। তবে, জ্ঞানেশ শঙ্কর দেব অফিসে বিল নিয়ে এলে তা সংশোধন করে ৫’শ রুপি করে দেওয়া হয়।

এ বিষয়ে বিদ্যুৎ নিগম আরও সচেতন হবে বলেও জানান নির্মল দেবনাথ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।