ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরাজুড়ে উদযাপিত হচ্ছে জাতীয় ভোটার দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
ত্রিপুরাজুড়ে উদযাপিত হচ্ছে জাতীয় ভোটার দিবস ত্রিপুরাজুড়ে উদযাপিত হচ্ছে ৯ম জাতীয় ভোটার দিবস। 

আগরতলা (ত্রিপুরা): ভারতের সঙ্গে মিল রেখে শুক্রবার (২৫ জানুয়ারি) ত্রিপুরাজুড়ে উদযাপিত হচ্ছে ৯ম জাতীয় ভোটার দিবস। 

এদিন ত্রিপুরায় মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানের সূচনা করেন।

রাজ্যপাল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য নির্বাচন দফতরের মুখ্যনির্বাচনী আধিকারিক শ্রীরাম তরনীকান্ত, জাতীয় পদক জয়ী প্রতিবন্ধী সাঁতারু তথা নব ভোটার আইকন সমীর বর্মণ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যে রাজ্যপাল বলেন, ভোটাধিকার আমাদের পবিত্র ও মৌলিক অধিকার। তাই সবাইকে নিজের ভোটাধিকার প্রয়োগ করা প্রয়োজন। সারাদেশের মধ্যে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন। গত নির্বাচনে ত্রিপুরা রাজ্যে ভোট পড়েছিলো ৯১ শতাংশ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন ভোটারদের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেন। এছাড়া গত নির্বাচনে যেসব সরকারি কর্মচারীরা দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন তাদেরকেও পুরস্কার দেওয়া হয়।

এর আগে ২০১১ সাল থেকে ভারতজুড়ে জাতীয় ভোটার দিবস উদযাপন সূচনা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।