ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় বিজেপির হাতে গণতন্ত্র ‘ধর্ষিত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
ত্রিপুরায় বিজেপির হাতে গণতন্ত্র ‘ধর্ষিত’ ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক (ডিজি) অফিসের সামনে বিক্ষোভ করছে কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম) দলের সদস্যরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বর্তমান শাসক দল বিজেপির হাতে গণতন্ত্র ধর্ষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম) দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর।

শুক্রবার (৭ ডিসেম্বর) ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক (ডিজি) অফিসের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন অভিযোগ করেন।

এসময় সিপিআই নেতা পবিত্র কর আরও বলেন, পুলিশ ঠিকভাবে কাজ করছে না।

তাই রাজ্যের পুর পরিষদ নির্বাচনে বিরোধী দলগুলো বিশেষ করে বামফ্রন্ট সঠিকভাবে মনোনয়নপত্র জমা দিতে পারছে না। যেসব আসনে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে সেসব প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে ত্রিপুরা পুলিশকে একাধিকার অভিযোগ জানানোর পরও তারা কোনো কাজ করছে না।

এদিকে বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ চলার পর পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুঁড়েছে পুলিশ।

এ ঘটনার পর সিপিআই (এম) নেতারা বলেছেন, যতক্ষণ পর্যন্ত পুলিশের ডিজি তাদের সঙ্গে এসে দেখা না করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের এ বিক্ষোভ চলবে। পরে পুলিশের ডিজি বিক্ষোভকারীদের ৫ সদস্যের প্রতিনিধি দলকে ডেকে নিয়ে কথা বললে রাস্তা খুলে দেওয়া হয়।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিন সংসদ সদস্য শঙ্কর প্রাসাদ দত্ত, জীতেন্দ্র চৌধুরী, ঝর্ণা দাসবৈদ্য, পবিত্র কর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এসসিএন/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।