ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আগরতলা

সীমান্তবাসীদের নিয়ে দীপাবলী পালন করলো বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
সীমান্তবাসীদের নিয়ে দীপাবলী পালন করলো বিএসএফ মোমবাতি জ্বালিয়ে দীপাবলী উৎসব পালনকালে সীমান্তবাসীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার গোমতী জেলার বাংলাদেশ সীমান্তবর্তী গোলমনিপাড়ার বাসিন্দাদের নিয়ে দীপাবলী উৎসব পালন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

উৎসব শুরুর কয়েকদিন আগেই শুক্রবার (২ নভেম্বর) বিএসএফ-৩৪ ব্যাটালিয়ানের সদস্যরা এ উৎসবের আয়োজন করেন।  

মোমবাতি জ্বালিয়ে ও ফানুস উড়িয় উৎসবটি পালন করা হয়।

এ সময় সীমান্তবাসীদের মিষ্টি বিতরণ করেন বিএসএফ সদস্যরা।  

বিএসএফ-৩৪ বিওপির কমান্ডেন্ট অজয় কুমার বাংলানিউজ জানান, সীমান্তবর্তী গোলমনিপাড়ার বাসিন্দাদের সঙ্গে নিয়ে দীপাবলী উৎসব পালন করা হয়েছে। এ ধরনের উৎসবের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।