ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরা সরকারের দর্পণ প্রকল্প উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
ত্রিপুরা সরকারের দর্পণ প্রকল্প উদ্বোধন কর্মসূচির উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা: দর্পণ-সিএম ডেসবোর্ড অব ত্রিপুরা অ্যান্ড টাস্ক মনিটরিং সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ত্রিপুরা সরকার।

সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আগরতলার মহাকরণের ভিডিও কনফারেন্স হলে এ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এসময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, ত্রিপুরা সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি দফতর সচিব জিএসজি আয়েঙ্গারসহ অন্যান্য কর্মকর্তারা।

এ প্রকল্পের মাধ্যমে মহাকরণ থেকে ভারতের যেকোনো রাজ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ ও আরও দ্রুতগতিতে তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে। পাশাপাশি রাজ্যের প্রতিটি দফতরের পঞ্চায়েত স্তরে প্রতিদিন কি কাজ হচ্ছে তা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে সংরক্ষিত রাখা হবে এবং নির্দিষ্ট একটি ওয়েবসাইটে গিয়ে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ কাজের সর্বশেষ অবস্থা জানতে পারবে।
 
এ বিষয়ে মুখ্যমন্ত্রী বাংলানিউজকে বলেন,  প্রকল্পটির মাধ্যমে সরকারি কাজে আরও বেশি স্বচ্ছতা ও গতি আসবে। এছাড়া এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারতের স্বপ্ন আরও একধাপ এগিয়েছে বলেও দাবি করেন তিনি।

বাংলাদেম সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।