ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

কেরালার বন্যার্তদের জন্য বামফ্রন্টের ত্রাণ সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
কেরালার বন্যার্তদের জন্য বামফ্রন্টের ত্রাণ সংগ্রহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভয়াবহ বন্যার শিকার ভারতের দক্ষিণের রাজ্য কেরালার পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রাজ্য সিপিআই (এম)সহ বামফ্রন্টের সরিক দলগুলো।

মঙ্গলবার (২১ আগস্ট) থেকে তারা কেরালার বন্যা পীড়িত মানুষের সহায়তার জন্য রাজ্যের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য সংগ্রহ করছেন।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে তাদের এ ত্রাণ সংগ্রহ অভিযান।

বামফ্রন্টের সরিক দলগুলোর দ্বারা সংগৃহীত ত্রাণগুলো কেরালা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠাবেন বলে জানান সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর।

এদিন রাজধানী আগরতলার সিটি সেন্টারসহ আশপাশ এলাকার দোকান এবং বাড়ি-ঘর থেকে চাঁদা সংগ্রহ করছেন। ত্রিপুরা সরকার কেরালার বন্যার ত্রাণ হিসেবে এক কোটি রুপি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তারও প্রশংসা করেন পবিত্র কর। এ সিদ্ধান্তের জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।

এদিন চাঁদা সংগ্রহ অভিযানে পবিত্র কর ছাড়াও উপস্থিত রয়েছেন বিরোধী দল নেতা মানিক সরকারসহ অন্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।