ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

সিপাহীজলায় ১০ বোমা উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
সিপাহীজলায় ১০ বোমা উদ্ধার, আটক ১ বোমা উদ্ধার অভিযানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী, ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া থেকে ১০টি তাজা বোমা উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। এ ঘটনায় আখতার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলে গোপন ভিত্তিতে সোনামুড়া থানার শোভাপুর এলাকায় অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়, সোনামুড়া থানার শোভাপুর এলাকার আখতার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি তাজা বোমা উদ্ধার করা হয়।

 

সোনামুড়া থানার মহকুমার এসডিপি রাজদ্বীপ দেব জানান, খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গেছে। এছাড়া আগরতলা থেকে বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা পৌছাবেন। বর্তমানে বোমাগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে। তবে মাত্র কয়েকঘণ্টা পর ভারতের স্বাধীনতা দিবস। তাই আতঙ্কি হয়ে পড়ছেন এলাকাবাসী।

তিনি আরও জানান, আখতার হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।