ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ব্লক স্তরে টিইউআইপিসি সংগঠন মজবুত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
ব্লক স্তরে টিইউআইপিসি সংগঠন মজবুত  ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপল কাউন্সিল

আগরতলা: ত্রিপুরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে আপাতত আন্দোলন কর্মসূচি স্থগিত রাখলেও নিজেদের সংগঠনকে মজবুত করার কাজ জারি রেখেছে রাজ্যে সাবেক জঙ্গিদের সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপল কাউন্সিল (টিইউআইপিসি)। রাজ্যের প্রতিটি ব্লকে সাব কমিটি গঠন করা হচ্ছে। 

রোববার (২৯ জুলাই) ত্রিপুরা রাজ্যের গোমতীজেলার করবুক ব্লকের অন্তর্গত সাব কমিটির বৈঠক হয়।

এ বৈঠকে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির অরগানাইজিং সেক্রেটারি ড্যানিয়েল বরক, সদস্য অনন্ত দেববর্মা, মতিলাল দেববর্মা, বিনোদ দেববর্মা, ধীরেন্দ্র রিয়াং প্রমুখ।

এছাড়া বৈঠকে ৯৭জন সদস্য অংশ নিয়ে ছিয়েছে জানিয়ে ড্যানিয়েল দেববর্মা বাংলানিউজকে বলেন, নিজেদের দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক আন্দোলন করতে সংগঠনকে আরও মজবুত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।