ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় হজ ভবন উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
আগরতলায় হজ ভবন উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার মেলার মাঠ এলাকায় হজ ভবন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ জুলাই) বিকেলে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভবনটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষা, সংখ্যালঘু কল্যাণ ও আইন দফতরের মন্ত্রী রতন লাল নাথ, দুই বিধায়ক আশিষ কুমার সাহা ও অরুণ চন্দ্র ভৌমিক, সংখ্যালঘু কল্যাণ দফতরের সচিব এম এল দে, ত্রিপুরা রাজ্য হজ কমিটির সভাপতি মোহম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সব ধর্মের মানুষের জন্য কাজ করতে চায় সরকার। কিন্তু রাজনৈতিক কয়েকটি দল বিভাজন করতে চায়। বিরোধী রাজনীতিক দলের এ ধরনের বিরোধীতা রাজনীতির জন্য হুমকি।  

হজযাত্রীদের উদ্দেশে বিপ্লব কুমার দেব বলেন, হজে গিয়ে ত্রিপুরা রাজ্যের ২৭ লাখ মানুষের জন্য দোয়া করবেন।

ত্রিপুরা রাজ্য থেকে এ বছর মোট ১৫০ জন হজ করতে যাবেন। এর মধ্যে ৯৯ জন পুরুষ এবং ৫১ জন নারী রয়েছে। ১৯৮৭ সালে ত্রিপুরা রাজ্যে হজ কমিটি গঠিত হয়েছে। এরপর থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজ্য থেকে মোট ১ হাজার ৩৭৩ জন হজ পালন করেছে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।