ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

সীমান্ত গ্রাম থেকে ২ লাখ রুপি মূল্যের গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, জুলাই ২০, ২০১৮
সীমান্ত গ্রাম থেকে ২ লাখ রুপি মূল্যের গাঁজা জব্দ

আগরতলা: ভারতের ত্রিপুরা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। এ অভিযানে বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম তৈবান্দাল এলাকার এক বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। 

শুক্রবার (২০ জুলাই) বিকেলে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সীমান্তবর্তী গ্রাম তৈবান্দাল এলাকার বাসিন্দা বিশ্বহরি মুড়াসিংয়ের বাড়িতে অভিযান চালায় পুলিশ।  

অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে প্রায় ১৬৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

যার বাজার মূল্য দুই লাখ রুপি।  

বাংলানিউজকে এসব তথ্য জানান মেলাঘর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুপম দাস।  

প্রায় ৫ ঘণ্টা ধরে চলে এই অভিযান। তবে বাড়ীর মালিক বিশ্বহরি মুড়াসিংকে পুলিশ আটক করতে পারেনি বলে জানান ওসি।  

অভিযানের নেতৃত্বে ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস কে ডার্লং।  

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এসসিএন/এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।