ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় মাদক পাচারকারী আটকের রেকর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
ত্রিপুরায় মাদক পাচারকারী আটকের রেকর্ড কথা বলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব

আগরতলা: মাদক পাচারকারীদের বিরুদ্ধে ত্রিপুরা সরকার কঠোর থেকে কঠোরতর আইন প্রণয়নের পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 

বুধবার (১৮ জুলাই) দুপুরে আইআইএম'র জমি দেখতে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মাদক পাচারকারীদের বিরুদ্ধে চরম শাস্তির বিধান রয়েছে।

পাচারকারীদের গ্রেফতার করার পর যাতে তারা জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসার সঙ্গে যুক্ত না হতে পারে। তাদের যেন আজীবন কারাবাসের ব্যবস্থা করা যায় সে ব্যবস্থা করা জরুরি।  

মুখ্যমন্ত্রী আরো জানান, গত ২৫ বছরে ত্রিপুরা সরকার মাত্র একজন গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিকে আটক করেছে। অথচ বিজেপি-আইপিএফ টি জোট সরকার গত চার মাসে ত্রিপুরা রাজ্যে ২০ হাজার কেজি গাঁজা পাচারকালে আটক করেছে। আটক করা হয়েছে ১০০ জনের বেশি মাদক কারবারিকে। যেটা রেকর্ড।

পুলিশের গোয়েন্দা শাখা জেনেছে বছরে ত্রিপুরা রাজ্যে ১ লাখ কেজির বেশি গাঁজা চাষ হয়।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।