[x]
[x]
ঢাকা, রবিবার, ৮ আশ্বিন ১৪২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮
bangla news

ত্রিপুরায় আগুনে পুড়ে ছাই সাত দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১২ ১২:১১:১২ পিএম
আগুনে পুড়ে যাওয়া দোকানের একাংশ, ছবি: বাংলানিউজ

আগুনে পুড়ে যাওয়া দোকানের একাংশ, ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার কল্যানী এলাকায় আগুনে সাত দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চন্দ্র দাস বাংলানিউজকে জানান, আগুন লাগার পর প্রথম স্থানীয় তা নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেন তারা।

খবর পেয়ে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পানি ও গ্যাস দিয়ে প্রায় পৌনে এ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাত দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এসসিএন/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa