ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আগরতলা

তুঘলককে ছাড়িয়েছেন মুখ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, মে ১৩, ২০১৮
তুঘলককে ছাড়িয়েছেন মুখ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে কংগ্রেস দলের সাবেক বিধায়ক গোপাল রায়। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মোহম্মদ বিন তুঘলককে ছাড়িয়ে গিয়েছেন। রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে ত্রিপুরা রাজ্যের শাসক দল কংগ্রেস দলের অফিস ভেঙে ফেলছে। তাদের হাত থেকে বাদ যায়নি ৪০ বছরের পুরনো কংগ্রেস ভবন। এটি গণতন্ত্রের জন্য বিপদজনক। 

রোববার (১৩ মে) সন্ধ্যায় আগরতলার কংগ্রেস ভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনেন কংগ্রেস দলের সাবেক বিধায়ক গোপাল রায়।

গোপাল রায় আরও অভিযোগ করেন, দিল্লীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন।

তাই ত্রিপুরা রাজ্যে একের পর এক কংগ্রেস ভবন ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু অফিস ভেঙে কংগ্রেসকে দাবায় রাখা যাবে না।

কংগ্রেস দলের তরফ থেকে দাবি করা হয়, তাদের অফিস ভাঙার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। নইলে আদালতে যাবেন তারা।  

এ সময় গোপাল রায় ছাড়াও দলের বাকি নেতারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।