ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আগরতলা

নারী মোর্চার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, মে ১৩, ২০১৮
নারী মোর্চার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা প্রদেশ বিজেপির নারী মোর্চা সদর জেলা কমিটির উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ মে) সপ্তাহিক ছুটির দিনে রাজধানী আগরতলার দক্ষিণাঞ্চলের ক্যাম্পের বাজার এলাকার বেলাভর স্কুলে এ শিবিরের আয়োজন করা হয়।

শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ত্রিপুরা প্রদেশ বিজেপির নারী মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত, বিধায়ক ডা. দিলীপ দাস, প্রদেশ বিজেপির মুখপাত্র কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী প্রমুখ।


 
শিবিরে স্থানীয় এলাকার মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে অনেক লোকজন শিবিরে এসেছিলেন। বিধায়ক ডা. দিলিপ দাস তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।

নারী মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, সাধারণ মানুষের জন্য তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। আগামী দিনেও রাজ্যের অন্যান্য জায়গায় তারা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করবেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।