ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় এইডস কন্ট্রোল সোসাইটির সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, মে ১২, ২০১৮
আগরতলায় এইডস কন্ট্রোল সোসাইটির সম্মেলন শুরু মঞ্চে বসে আছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্য স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এম্পইজ অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (১২ মে) আগরতলার খেজুর বাগান এলাকায় শহিদ ভগৎ সিং যুব ভবনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উপ মুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন উপ মুখ্যমন্ত্রী। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সব সদস্যরা।

সম্মেলনে রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, ডায়াবেটিস ও এইচআইভি নির্ণয় করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ১২, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।