ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরাজুড়ে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
ত্রিপুরাজুড়ে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে মহড়া প্রাকৃতিক বিপর্যয় নিয়ে মহড়া

আগরতলা: সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প হলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। প্রাকৃতিক বিপর্যয় ঘটলে জীবন রক্ষাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে কমানো যায় এ বিষয়ে ত্রিপুরাজুড়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাজ্যের ৮টি জেলার বিভিন্ন বহুতল ভবনের অফিসে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দফতর, ত্রিপুরা পুলিশ, অগ্নিনির্বাপক দফতর ছাড়াও বিএসএফ, আসাম রাইফেলস, সিআরপিএফ, টিএসআর, ত্রিপুরা পুলিশ, এনজিসি ও গেইলসহ অন্যান্য দফতরের কর্মীরা অংশ নেয়।

মহড়ায় প্রাকৃতিক বিপর্যয়ে কি করে দুর্গত মানুষদের উদ্ধার করতে হবে ও দ্রুত হাসপাতলে পাঠিয়ে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা যায় তা দেখানো হয়। এতে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ অন্যান্য গাড়ীর পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনও ব্যবহার করা হয়েছে।

জানা যায়, ত্রিপুরাসহ গোটা উত্তরপূর্ব ভারত ভূমিকম্পের ৫ মাত্রার জোনে রয়েছে। যেকোনো সময় দেশের এই অঞ্চলে ঘটতে পারে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।