ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

গণবন্টন ব্যবস্থা নিয়ে ২ দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, এপ্রিল ১৭, ২০১৮
গণবন্টন ব্যবস্থা নিয়ে ২ দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা  গণবন্টন ব্যবস্থা নিয়ে আঞ্চলিক কর্মশালা-ছবি-বাংলানিউজ 

আগরতলা: সরকারি গণবন্টন ব্যবস্থাকে কম্পিউটারাইজ ব্যবস্থার মধ্যে নিয়ে আসার বিষয়ে আগরতলায় দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) এই কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য ও জন সংভরণ দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব।

 

রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মশালায় ত্রিপুরা ছাড়াও মনিপুর, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ড রাজ্যের রাজ্য সরকারের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।  

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, গণবন্টন ব্যবস্থাকে সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কম্পিটারাইজড ও অনলাইন ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়েছে। এতে করে গ্রাহকরা তাদের রেশন সামগ্রী পাবেন।

এই কর্মশালার মাধ্যমে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কি করে অনলাইনের মাধ্যমে সফটওয়ারে রেশনের সরবরাহ করা সামগ্রী প্রদান ও হিসাব রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।