ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় ৫০ কোটি রুপি ব্যয়ে আইআইআইটি স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
ত্রিপুরায় ৫০ কোটি রুপি ব্যয়ে আইআইআইটি স্থাপন সংবাদ সম্মেলনে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় ৫০ কোটি ৬৭ লাখ রুপি ব্যয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

শিক্ষামন্ত্রী জানান, প্রাইভেট পার্টনারশিপ মডেলে হবে প্রতিষ্ঠানটি। ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৬৭ লাখ রুপি। প্রতিষ্ঠানটিতে সহযোগী অংশিদার হিসেবে থাকবে রাষ্ট্রায়ত্ব সংস্থা ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি) এবং নর্থইস্ট ইলেক্ট্রিক পাওয়ার করপোরেশন (এনইইপিসিও)।

প্রতিষ্ঠানটি নির্মাণে মোট ব্যয়ের মধ্যে ত্রিপুরা সরকার ৪৪ কোটি ৮০ লাখ রুপি, ওএনজিসি ২ কোটি ৬৭ লাখ রুপি, এনইইপিসিও ৫৬ লাখ রুপি বহন করবে। এরপরও যদি আরো রুপি'র প্রয়োজন হয় তা ত্রিপুরা সরকার বহন করবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।