ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আগরতলায় রাম মাধব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৭, মার্চ ২৫, ২০১৮
সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আগরতলায় রাম মাধব বৈঠকে যোগ দিতে আগরতলায় রাম মাধব-ছবি-বাংলানিউজ

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ত্রিপুরা প্রদেশ কমিটির বৈঠকে যোগ দিতে রোববার (২৫ মার্চ) আগরতলা গিয়েছেন দলের সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক রাম মাধব।

স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে তিনি রাজ্য অতিথিশালায় পৌঁছান। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

 

পরে রাজ্য অতিথিশালা ‘সোনারতরী’তে এক বৈঠকে বসেন। এ বৈঠকে বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদিকা প্রতিমা ভৌমিক, মন্ত্রী সুদীপ রায় বর্মণ, রতন লাল নাথ প্রমুখ।

বিজেপি সূত্রে জানা গেছে, এদিন দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন রাম মাধব।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘন্টা, ২৫ মার্চ, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।