ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫২, মার্চ ২, ২০১৮
ত্রিপুরার সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া আর নেই

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সমবায় ও মৎস্য দফতরের মন্ত্রী ও ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) নেতা খগেন্দ্র জমাতিয়া মারা গেছেন।

শুক্রবার (২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টা ১০মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

 

সিপিআই-এম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলের এ নেতার মৃত্যুতে ত্রিপুরা রাজ্য ব্যাপী দলের পতাকা এক দিনের জন্য অর্ধ-নমিত রাখা হবে। পাশাপাশি তিনি তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  

দলের পক্ষ থেকে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হবে এবং দলীয় কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান বিজন ধর।
 
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।