ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০০, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আগরতলায় বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি জব্দ জব্দকৃত শব্দবাজি

আগরতলা: ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারের একটি বন্ধ গুদাম থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি জব্দ করেছে পশ্চিম জেলা প্রশাসন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ মহারাজগঞ্জ বাজারের খুশবাগান এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি রুপি মূল্যের এ বাজি জব্দ করেন।

পুলিশ জানায়, পশ্চিমজেলার জেলা শাসক মিলিন্দ রামটেকের নেতৃত্বে জেলার পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্শীসহ কয়েকজন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন।

পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও বাংলানিউজকে জানিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্শী।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮

এসসিএন/এসআইজে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।