ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জানুয়ারি ২৬, ২০১৮
ত্রিপুরায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৪

আগরতলা: ত্রিপুরায় অটোরিকশা ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে চারটা নাগাদ ত্রিপুরার উত্তর জেলার পানিসাগর থানাধীন কৃষ্ণপুর এলাকায় ধর্মনগর-পদ্মবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটোরিকশা ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।

এতে চারজনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে একটি চার এবং একটি ছয় বছরের শিশু রয়েছে।  

নিহতরা হলেন- সালমা বেগম (৩০), খাতুন বিবি (২৫), নাজিয়া মান্নান (৪) এবং সাবিয়া মান্নান (৬)।

দুর্ঘটনায় আজার উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তবে গাড়ি দু’টির চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পানিসাগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব নাথ জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮ 
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।