ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

প্রজাতন্ত্র দিবসে বিএসএফ'র মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, জানুয়ারি ২৬, ২০১৮
প্রজাতন্ত্র দিবসে বিএসএফ'র মিষ্টি বিতরণ বিএসএফ’র পক্ষ থেকে বিজিবি’র সদস্যদের হাতে মিষ্টির প্যাকেট তোলে দেওয়া হয়

আগরতলা: যথাযোগ্য মর্যাদায় ও জাঁকজমকপূর্ণ আয়োজনে ভারতে ত্রিপুরা রাজ্যে উদযাপন করা হচ্ছে ৬৯তম প্রজাতন্ত্র দিবস।

এ উপলক্ষ্যে শুক্রবার (২৬ জানুয়ারি) আগরতলার পার্শবর্তী আখাউড়া ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীর সদস্যদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় বিএসএফ’র পক্ষ থেকে বিজিবি’র সদস্যদের হাতে মিষ্টির প্যাকেট তোলে দেওয়া হয়।

 

প্রথমে বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে সীমান্তের ইন্টগ্রেটেড চেকপোস্টের সামনে ভারতের জাতীয় পতাকা তোলা হয়। পরে সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি জওয়ানদের শুভেচ্ছা জানানো হয়।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যে সম্পর্ক আরও মজবুত হয়। যা সীমান্তে শান্তি সম্প্রতি রক্ষার কাজেও সহযোগিতা করবে।  

প্রতিবছর প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, ঈদ, দেওয়ালীসহ অন্যান্য অনুষ্ঠানে আখাউড়া সীমান্তে উভয় দেশের জওয়ানরা শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।