ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় রাবার চাষ বিষয়ে আলোচনা সভা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
ত্রিপুরায় রাবার চাষ বিষয়ে আলোচনা সভা 

আগরতলা: রাবার চাষের মান বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে ত্রিপুরার পশ্চিম জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
 

প্রাকৃতিক রাবার চাষে ত্রিপুরা রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে। রাজ্যের মাটি রাবার চাষের জন্য উৎকৃষ্ট।

তাই আরো বেশি করে রাবার চাষে উৎসাহিত করতে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে রাবার বোর্ডের আগরতলার আঞ্চলিক কার্যালয়।  

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৮ আগস্ট) সিমনা এলাকায় চাষিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।  

‘রাবার বাগানের সর্বোৎকৃষ্ট মানোন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাবার বোর্ডের আঞ্চলিক শাখার ডেপুটি কমিশনার পি বি কারাম্মা। এছাড়াও বোর্ডের ফিল্ড অফিসার প্রদীপ বর্মণও উৎকৃষ্ট রাবার চাষের বিষয়ে আলোচনা করেন।  

মহকুমার বিভিন্ন এলাকা থেকে চাষিরা আলোচনা সভায় অংশ নেন।

বর্তমানে ত্রিপুরা রাজ্যের বাগিচা চাষের ৬০ শতাংশের বেশি রাবার চাষ হচ্ছে। এ পরিমাণকে আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে বোর্ড।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।