ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় চার সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
আগরতলায় চার সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল আগরতলায় চার সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল

আগরতলা: অনৈতিক অবরোধের বিরোদ্ধে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আগরতালায় চার সংগঠনে উদ্যেগে প্রতিবাদ মিছিল করা হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও যুবকরাও অংশ নেয়।

বিজেপি'র মদতে ত্রিপুরা ভাগের ঘৃণ্য চক্রান্তকে সামনে রেখে আগামী ১০ জুলাই থেকে ত্রিপুরা রাজ্যের সঙ্গে দেশের অন্যরাজ্যের সংযোগকারী জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছে আইপিএফটি দলের এনসি দেববর্মা গোষ্ঠি।

এরই প্রতিবাদে বামফ্রন্টের সমর্থীত দুই যুব সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ এবং দুই ছাত্র সংগঠন এসএফআই, টিএসইউ যৌথভাবে আগরতলায় এই প্রতিবাদ মিছিল করে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।