ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় কংগ্রেসের গণঅবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
আগরতলায় কংগ্রেসের গণঅবস্থান গণঅবস্থানে কংগ্রেস নেতাকর্মীরা/ছবি: বাংলানিউজ

আগরতলা: মহাত্মা গান্ধী সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র অশালীন মন্তব্যের প্রতিবাদে বুধবার (১৪ জুন) একদিনের গণঅবস্থান কর্মসূচি পালন করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

এদিন রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধীর ভাস্কর্যের পাদদেশে এ গণঅবস্থান কর্মসূচি পালন করে দলটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাসহ কর্মী-সমর্থকরা।

বীরজিৎ সিনহা সংবাদমাধ্যমকে বলেন, জাতির পিতাকে শুধু ভারত নয়, বিশ্বজুড়ে শ্রদ্ধাজ্ঞাপন করে। এমন ব্যক্তি সম্পর্কে এ ধরনের মন্তব্য করে বিজেপি সভাপতি নিজের ও দলের আসল চেহারা ত‍ুলে ধরেছেন।

কংগ্রেস এ মন্তব্যের তীব্র নিন্দা জানায় ও অবিলম্বে মন্তব্য প্রত্যাহার দাবি করছে।

কর্মসূচিতে সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক স্পিকার কংগ্রেস নেতা জ্যোতির্ময় নাথ, সাবেক এম এল এ তাপস দেব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।