ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

মৌসুমী বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস আগরতলায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুন ১২, ২০১৭
মৌসুমী বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস আগরতলায় বৃষ্টিতে জলাবদ্ধতা

আগরতলা: মৌসুমী বায়ুর প্রভাবে ত্রিপুরা রাজ্যজুড়ে সোমবার (১২ জুন) ব্যাপক বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে রোববারও (১১ জুন) রাজ্যে ২০.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
 
 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার (১৭ জুন) পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে।
  
বৃষ্টির কারণে রাজধানী আগরতলার নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

এতে সাধারণ মানুষদের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে।  

এছাড়া পানির কারণে কিছু কিছু রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
 
তবে বৃষ্টিতে জনজীবনের গতি খানিকটা থমকে গেলেও গরমের হাঁসফাঁস থেকে স্বস্তি পেয়েছেন আগরতলা ও রাজ্যবাসী।  

ক’দিন আগেও যেখানে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতো এখন তা নেমেছে ৩১ ডিগ্রিতে। যা কখনো ২৬ ডিগ্রিতে নামছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।