ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

আগরতলা পুরনিগমের ২৪৪ পরিবারকে জমির পাট্টা বিলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুন ২, ২০১৭
আগরতলা পুরনিগমের ২৪৪ পরিবারকে জমির পাট্টা বিলি আগরতলা পুরনিগমের ২৪৪ পরিবারকে জমির পাট্টা বিলি

আগরতলা: আগরতলা পুরনিগমের ৪৮ নম্বর ওয়ার্ডে বসবাসকারী ভূমিহীন অংশের ২৪৪ পরিবারেব মধ্যে জমির পাট্টা বিলি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে (০১ জুন) পুরনিগমের ৪৮ নম্বর ওয়ার্ডের বৈষ্ণব টিলা এলাকায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর উপস্থিত থেকে ভূমিহীন পরিবারের সদস্যদের হাতে জমির পাট্টা তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পবিত্র কর বলেন, যাদের জায়গা নেই তাদের সবাইকে বাড়ির জন্য জায়গা দেবে সরকার। এখন সরকারি খাস জমি দেওয়া হচ্ছে, এতেও সবাইকে জায়গা না দেওয়া গেলে সরকার জমি কিনে তা ভূমিহীনদের মধ্যে বন্টন করবে।

পবিত্র কর ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রাজকুমার চৌধুরী, আগরতলা পুর নিগমের কাউন্সিলার ধনমনি সিং প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এসসিএন/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।