ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জুন ২, ২০১৭
ত্রিপুরায় কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হর্ষবর্ধন

আগরতলা: দু’দিনের সফরে ত্রিপুরা এসেছেন ভারত সরকারের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হর্ষবর্ধন।

বৃহস্পতিবার (০১ জুন) রাতে হর্ষবর্ধনকে বহনকারী উড়োজাহাজ আগরতলা বিমানবন্দরে অবতরণ করে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, সহ সভাপতি সুবর ভৌমিকসহ অন্য নেতারা।

তারা কেন্দ্রীয় মন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান।

বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন জানান, ভারতের বর্তমান সরকার দেশের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ অঞ্চলের উন্নয়নে নানা প্রকল্প গ্রহণ করেছেন।

পরে তিনি রাজ্য অতিথিশালায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন।

শুক্রবার(০২ জুন) হর্ষবর্ধন খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায় স্বচ্ছ ভারত অভিযান ও জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এদিন রাতেই তিনি উড়োজাহাজযোগে দিল্লি ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এসসিএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।