ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

এশিয়ান কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার মেয়ের ২ পদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ৩, ২০১৭
এশিয়ান কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার মেয়ের ২ পদক কোচ পিনাকী চক্রবর্তী ও নিষ্ঠা চক্রবর্তী/ছবি: বাংলানিউজ

আগরতলা: গত ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল তুর্কিমিনিস্তানে অনুষ্ঠিত এশিয়ান কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের আসরে ত্রিপুরার মেয়ে নিষ্ঠা চক্রবর্তী রৌপ ও ব্রোঞ্জ পদক জয় করেছে। বুধবার (৩ মে) নিষ্ঠা ও তার কোচ পিনাকী চক্রবর্তী আগরতলা ফেরেন।

বিমানবন্দরে অবতরণ করতেই শুভেচ্ছার জোয়ারে ভাসেন তারা। স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিষ্ঠার বাবা-মা, আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, মেয়র ইন কাউন্সিল বিশ্বজীৎ দেব প্রমুখ।

তাদের ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শোভাযাত্রা করে নিষ্ঠাকে তার বাড়িতে নেওয়া হয়।  

বিমানবন্দরে নিষ্ঠা সংবাদমাধ্যমকে জানান, এ সাফল্যে তিনি খুশি। তবে আগামী দিনে আরও সাফল্য পেতে চান।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।